ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

রামুতে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

সোয়েব সাঈদ, রামু:  রামুতে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহত ৩ জনই মোটর সাইকেল আরোহী। নিহত যুবক সাইফুল ইসলাম (৩০) পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা বলে জানা হেছে।

রবিবার (১২ জুলাই) বিকাল সাড়ে তিনটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত অপর ২জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। এরা হলেন একই এলাকার আফসার (২৮) ও জয়নাল (৩০)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, কক্সবাজারমুখি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ৩২-৭১৩২) এর সাথে বিপরীতমুখি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। আহত আফসার ও জয়নালকে মূমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এতে গাড়ি দুটিও দুমড়ে মুছড়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আরো ২ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ।

পাঠকের মতামত: