ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

রামু গর্জনিয়ায় বজ্রপাতে ২শিশুসহ ৩জন আহত

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::  রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড় বিল মাদবর পাড়া আজ ৩ জুন সকাল ১০ টা ৩০ মিনিট সময় বজ্রপাতে ২ শিশুসহ ৩ জন আহত হয়েছে।

জানা যায়, মোহাম্মদ জসিম তার পরিবারের ২ শিশু ও তার স্ত্রী বজ্রপাতে আহত হন, আহত ব্যক্তির নাম  তসলিমা আক্তার (২৬) স্বামীঃ মোঃ জসিম, শিশু মোহাম্মদ তামিম (৩) পিতাঃ মোহাম্মদ জসিম, শিশু মোহাম্মদ ইয়াছিন ( ৪) পিতা মোঃ জয়নাল।

উক্ত গ্রামের বাসিন্দা রশিদ আহমদ বলেন, এই ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা তাদের কে অজ্ঞান অবস্থায় মা, ও শিশু ৩ জন কে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার ডাক্তার সৈয়দ আলমের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসি, এবং শিশু মোহাম্মদ ইয়াছিনের হাত, পা ও পিট পুড়ে যাওয়াতে তাকে ঈদগড় সেন্ট্রাল হসপিটালে ভর্তি করিয়েছি এবং চিকিৎসারত অবস্থায় আছে।

পরিবারের কর্তা মোহাম্মদ জসিম জানান এই পর্যন্ত মা ও শিশু তারা উভয়েই সুস্থ আছেন।

উক্ত ১ নং ওয়ার্ডের গর্জনিয়া ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ঘটনা সত্য তারা  মা, ও ২ শিশু সহ বাড়িরও ক্ষয়ক্ষতি হয়। কতটুকু সুস্থ হয়েছে  এখনো কিছু বলা যাচ্ছে না তাদের চিকিৎসা চলছে।

পাঠকের মতামত: