ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

রাজধানীর পর এবার সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক ::   গত ২৩শে আগস্ট রাজধানীতে সব যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত। এবার সারাদেশে সেই নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট।
হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের সম্পূরক আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ নিজেই। এর আগে রাজধানীতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের নির্দেশ চেয়ে রিট করেছিলেন তিনি। ওই রিটেরই সম্পূরক আবেদনে সারা দেশেই এর ব্যবহার বন্ধের আরজি জানান।

পাঠকের মতামত: