ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক ::   রাজধানীর মিরপুরের রুপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরা হতো। বিস্ফোরণে ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত ২৫-৩০ জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা বেশিরভাই শিশু আহতদের অনেকের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যেঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিহতরা হলো রমজান (৮), নুপুর (৭), শাহীন (৯), ফারহানা (৬) ও অজ্ঞাত (৭)। আহতদের মধ্যে জান্নাত (২৫), জুবায়ের (৮), সাদেকুর (১০) , নাহিদ (৭), জামিল (১৪), মরিয়ম (৮) এর নাম জানা গেছে।

পাঠকের মতামত: