ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মাহে রমযানকে স্বাগত জানিয়ে চকরিয়া ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি

Pic-Chakariay-Zila-Shibir-Ramadan-Rally_1প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার বিকাল ৫টায় চকরিয়ায় কক্সবাজার জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে। র‌্যালিটি পৌরশহরের সোসাইটি মসজিদ এলাকা থেকে শুরু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশন চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। চকরিয়া শহর সভাপতি মু. সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি ছাত্রনেতা আজিজুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সেক্রেটারি মোজাম্মেল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি দিদারুল ইসলাম ও সাবেক জেলা সেক্রেটারি মাহফুজুল করিম। এসময় জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন, ছাত্রনেতা আবদুর রহিম, মো. জুনাইদ, আবদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: