ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

মালুমঘাট হাইওয়ে পুলিশের গুজব বিরোধী আলোচনা

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::: গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে গুজব বিরোধী আলোচনা সম্পন্ন হয়।

এসময় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এস.আই) আবদুল মোতালেব বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে, এ ধরনের গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে এক শ্রেণির মানুষ। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। ছেলেধরা সন্দেহে অনেকে গণপিটুনির শিকার হচ্ছেন। অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। ছেলেধরা গুজবে কেউ মোটেই কান দিবেন না। কারো আচরণে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন। পুলিশ এ ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করবেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক আমান উল্লাহ, সাইফুল, কাশেম, আরাফাত, সোহেল, সজিব, তসলিমা জান্নাত, শারমিন, রাজিব, জাহেদ, কলি, শামীমা, সাংবাদিকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: