ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মানবদেহে নতুন অঙ্গের সন্ধান

184541_126রকমারী ডেস্ক ::

এতদিন চোখের সামনেই ছিল৷ কিন্তু কেউ দেখেও দেখেনি৷ অবশেষে তা এলো প্রকাশ্যে৷ মানবদেহে নতুন অঙ্গের সন্ধান পেলেন বিজ্ঞানীরা৷

এই অঙ্গ যে আগে কেউ দেখেননি এমনটা নয়৷ কিন্তু সেটিকে আলাদা অঙ্গ হিসেবে এতদিন কেউই ভাবেননি৷ চিন্তার মোড় ঘুরিয়ে দিলেন লিমেরিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক৷ তাঁরা এই আলাদা অঙ্গের সন্ধান পেলেন৷ এটিকে বলা হয় মেসেন্ট্রি (mesentery)৷ কী সেটি? মানবদেহে পৌষ্টিকতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ এটি৷ অন্ত্রকে দেহের বাকি অংশের সঙ্গে জুড়ে রাখে এই অঙ্গ৷ কিন্তু এটিকে কোনওদিনই বিজ্ঞানীরা আলাদা অঙ্গ হিসেবে দেখেননি৷ বরং পৌষ্টিকতন্ত্রেরই একটি অংশ হিসেবে বেছেছিলেন৷ প্রফেসর জে সি কফির নেতৃত্বে একদল বিজ্ঞানীরা একে আলাদা স্বতন্ত্র অঙ্গ হিসেবেই চিহ্নিত করেছেন৷ এমনি এমনিই এটিকে অঙ্গ হিসেবে গণ্য করছেন না তাঁরা৷ এর জন্য নির্দিষ্ট কিচ্ছু কারণও দাখিল করেছেন গবেষকদল৷ যা ভাবিয়ে তুলছে গোটা দুনিয়াকে৷ চোখের সামনে থাকলেও কেন এটিকে এতদিন অঙ্গের মর্যাদা দেয়া হয়নি, সে প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিজ্ঞানীমহলে৷

এতদিন পর্যন্ত মানবদেহে অঙ্গের সংখ্যা ছিল ৭৮টি৷ বিজ্ঞানীদের এই দাবি যথার্থ বলে প্রমাণিত হলে সে সংখ্যা বাড়তে চলেছে৷ কিন্তু এটিকে অঙ্গ হিসেবে বিবেচনা করে কী লাভ হবে মানবসভ্যতার? বিজ্ঞানীদের মতে, যদি এটিকে অঙ্গ হিসেবে ধরা হয় এবং এর কার্যাবলী ঠিকঠাক জানা যায়, তবে চিকিৎসা জগতে বিপ্লব আসতে পারে৷ বিজ্ঞানের দুনিয়ায় সেক্ষেত্রে নতুন একটি দরজা খুলে যাবে বলেই অভিমত তাদের৷

পাঠকের মতামত: