ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সেমিনারে সাংসদ জাফর

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেছেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী গড়তে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, এই নীতির আলোকে সমাজের প্রতিটি নাগরিককে নিজের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সোমবার ২৭ জুন সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ জাফর আলম এসব কথা বলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক, চকরিয়া ৎানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদরাসার শিক্ষক সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দির গীর্জা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: