ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কংকর-ইট-লোহা-বালি ও সিমেন্ট নিয়ে ব্যাপক কারচুপি

সালাম কাকলী: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে খোঁয়া (ইটের কংকর), ইট, লোহা, বালি ও সিমেন্ট দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে কতিপয় লোকজন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । এ নিয়ে গত কয়েক দিন ধরে প্রকল্প এলাকায় চলছে তোলপাড়।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন অবকাঠামো নির্মানের কাজ চলছে। এ কাজের জন্য আনা খোঁয়া (ইটের কংকর) একটি ডাম্পার গাড়িতে ধারণ করে মাত্র ১২০ ফুট থেকে ১৩০ ফুট। কিন্তু ফিল্ডে পরিমাপ করে নেয়ার জন্য যে লোক রয়েছে তাকে কংকর ব্যবসায়ীরা প্রতি গাড়ীতে ৩ শত টাকা উৎকোচ দেয়ায় ঐ ব্যক্তি ১৩০ ফুট কংকরের স্থলে ১৪০ থেকে ১৫০ ফুট বুঝে পাওয়ার রশিদপত্রে সই করে দেয়। এ ভাবে খোঁয় (ইটের কংকরের) ব্যবসায়ীরা প্রতিদিন লাখ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে সিলেটি বালি ব্যবসায়ীরা ট্রাক ভর্তি করে সিলেটি বালি এনে চালিয়াতলী নামক স্থানে প্রথমে মজুদ করে রাখে। পরে ঐ সিলেটি বালির মধ্যে কয়েক শত ফুট স্থানীয় বালি মিশ্রিত করে তা কয়লা বিদ্যুৎ প্রকল্পে সাপ্লাই দিয়ে থাকে। অপর দিকে সিলেটি পাথর ব্যবসায়ীরা ট্রাক ভর্তি সিলেটি পাথর এনে একই কায়দায় প্রথমে চালিয়াতলী নামক স্থানে মজুদ করে রাখে। পরে পাবর্ত্য বান্দরবন জেলার লামা উপজেলাধীন বিভিন্ন ছড়া থেকে আনা পাথর ভেঙ্গে ডাম্পার ভর্তি করে চালিয়াতলী স্থানে এনে রাতের আধারে মজুদ করা ঐ সিলেটি পাথরের সাথে মিশ্রিত করে। পরে তা ডাম্পার যোগে কয়লা বিদ্যুৎ প্রকল্পে সাপ্লাই দিয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন কোম্পানী কয়লা বিদ্যুৎ প্রকল্পে লোহা, সিমেন্ট আনার সময় রাতের আধারে মাতারবাড়ীর বিভিন্ন পয়েন্টে রেখে যায়। অথচ কোম্পানী জানেনা, তাদের গাড়ী থেকে এসব মালামাল সরিয়ে ফেলা হচ্ছে। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চকরিয়া, বদরখালী ও মাতারবাড়ী ভিত্তিক একটি সিন্ডিকেট। এ নিয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্প এরিয়ায় চলছে নানা ধরণের গুনজন।

পাঠকের মতামত: