ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মাতামুহুরী ট্র্যাজেডি : চকরিয়ায় মাতামুহুরী নদীতে ৫ মেধাবী ছাত্রের মৃত্যুতে গ্রামার স্কুলের স্মরণ সভা 

এম.মনছুর আলম, চকরিয়া:

সম্প্রতি সময়ে কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান চকরিয়া গ্রামার স্কুলের ৫ মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শনিবার (২৮জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া গ্রামার স্কুল প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলামের সঞ্চলনায় স্মরণ সভা অনুষ্টিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: ইলিয়াছ এমপি।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।এ ছাড়াও স্মরণ সভার শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন, চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ও নিহত ছাত্র সাঈদ জাওয়াদ অর্ভি পিতা রফিকুল ইসলাম, নিহত ছাত্র ফারহান বিন শওকতের মাতা হুরে জন্নাত, বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুল আবচার, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও চট্রগ্রাম বন্দর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ আবদুল হালিম প্রমূখ।অনুষ্টানে এ সময় উপস্থিত ছিলেন, মাতামুহুরী নদীতে নিহত এমশাদ ও মেহেরাব পিতা আলহাজ্ব আনোয়ার হোছাইন, নিহত ফারহানের পিতা শওকত আলী, নিহত তূর্ণ ভট্রাচর্য্য মাতা ডলি ভট্রাচর্য্য, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদুচ আনোয়ারী, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নঈম আজাদ, সনাক চকরিয়া সভাপতি অধ্যাপক একেএম শাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, হাফেজ আমান উল্লাহ, চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর রাশেদা বেগম, রেজাউল করিমসহ নিহত শিক্ষার্থীর স্বজন, সাংবাদিক, এডুকেয়ার কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।এদিন সকালে নিহত ৫মেধাবী কৃতি ছাত্রের স্মরণে বিদ্যালয়ে মিলাদ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক বর্ণাঢ্য শোক র‍্যালী বের করা হয়। উল্লেখ্য যে, গত ১৪ জুলাই মাতামুহুরী নদীতে চকরিয়া গ্রামার স্কুলের ৫মেধাবী কৃতি ছাত্র এমশাদ, অর্ভি, ফারহান, তূর্ণ ও মেহেরাব ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে সলিল সমাধি হয়েছিল। তাদের মৃত্যুর স্মরণে বিদ্যালয় কমিটি দোয়া ও স্মরণ সভার আয়োজন করেন। ##

পাঠকের মতামত: