ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

‘বিএনপি নির্বাচনে না এলে মুসলিম লীগের পরিণতি অপেক্ষা করছে’

অনলাইন ডেস্ক ::1497714218

 সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এবার নির্বাচনে না এলে মুসলিম লীগের মতো পরিণতি অপেক্ষা করছে তাদের জন্যে। বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে না এসে বয়কটের পর জ্বালাও-পোড়াও, বোমা-ককটেল, বাস পুড়িয়ে, ট্রেন পুড়িয়ে সহিংস কাজ করেছে।’

শনিবার বিকেলে ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কবিরহাটে পাঁচটি সড়ক, ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইউনিয়ন কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপিকে নিয়ে আমরা একদম বিপদে পড়ে গেছি যে, তাদেরকে নির্বাচনে আনতেই হবে। গতবার নির্বাচনে তারা আসেনি, তাদের ভুলের জন্য তারা সঙ্কুচিত হয়েছে। এবার নির্বাচনে না এলে তাদের জন্য মুসলিম লীগের পরিণতি অপেক্ষা করছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি খাদ্য সংকট নিয়ে যে অভিযোগ করেছে তা সত্যি নয়। অতীতে আমরা খাদ্য রফতানিও করেছি। কিন্তু যে বিশাল হাওর এলাকা। যেখানে আমাদের বিপুল পরিমাণ চাল উৎপন্ন হয়। সেখানে সব ফসল নষ্ট হয়ে গেছে। আমি নিজেই ওসব হাওর দেখেছি কিভাবে ফসল নষ্ট হয়ে গেছে, পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।’

‘বিএনপির তো মানসিকতা এমন যে, হাওরে যে বিপর্যয় এসেছে সেটা আওয়ামী লীগ করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটির যে মানবিক বিপর্যয় ঘটেছে সেটাও আওয়ামী লীগের সৃষ্টি। বিএনপি নেতারা তো ঢাকায় বসে কথা বলেন, তারা হাওরেও যান না, পাহাড়েও, উপকূলেও যান না। সাতদিন পর লোক দেখানোর জন্য তারা এখন হাওরে যাচ্ছেন।’

মন্ত্রী উন্নয়নের কাজের উদ্বোধন শেষে নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরীর গ্রামের বাড়ি সোন্দলপুরে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন।

পাঠকের মতামত: