ঢাকা: শনিবার দলের জাতীয় কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি।
ষষ্ঠ কাউন্সিলের মূল অনুষ্ঠান উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হলেও জনসমাগমের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহার করতে চাইছিল বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন, গণপূর্ত বিভাগের পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও উদ্যান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে।
‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।
খালেদা জিয়া ও তারেক রহমান ইতোমধ্যে শীর্ষ দুই পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
পাঠকের মতামত: