ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বান্দরবানের দুর্গম ২৬টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে

helicoptarবান্দরবান  প্রতিনিধি ::::

৩য় দফায় অনুষ্ঠিত বান্দরবানের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্গম পাহাড়ী এলাকায় ২৬টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠাতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। দূর্গম ও ভাল সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান মানবজমিনকে জানান, ৩য় দফায় ভোট গ্রহণ কর্মসূচীর আওতায় আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে থানচি উপজেলার ১৮টি এবং রুমা উপজেলায় ৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠাতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোট ৩১ কেন্দ্রে সামরিক হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা ছিল। ভোটার তালিকার ত্রুটির কারণে আলীকদম উপজেলায় নির্বাচন স্থগিত থাকায় দূর্গম চারটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠানোর দরকার হচ্ছে না বলে জানা তিনি।

অন্যদিকে সীমানা সংক্রান্ত জটিলতায় বন্ধ রাখা হয়েছে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের নির্বাচন। এ ছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, সদর ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় হচ্ছেনা নির্বাচন। উক্ত উপজেলার শুধু বাইশারি ও দোছড়ি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

উল্লেখ্য, দূর্গম এই সব উপজেলায় নির্বাচন ছাড়াও জাতীয় টিকাদান কর্মসূচী (ইপিআই), পোলিও টিকা খাওয়ানোসহ গুরুত্বপূর্ণ কর্মসূচীতে হেলিকপ্টার ব্যবহার করা হয়।

 

পাঠকের মতামত: