ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বান্দরবানে ১৫৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মো. রফিকুল ইসলাম, বান্দরবান ::
বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক গোলাম সারোয়ার প্রকাশ সোহাগ (৩৭) বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের এমবিএস এলাকার আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায়
বান্দরবান জেলা শহরের হোটেল নীলাচলে (আবাসিক) এই অভিযান চলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বান্দরবান জেলা গোয়েন্দা শাখা। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানের নেতৃত্ব প্রদান করে। এসময় বান্দরবান পৌরসভাধীন ০৪ নং ওয়ার্ডস্থ সাঙ্গু ব্রিজের পূর্ব পাশে হোটেল নীলাচল (আবাসিক) এর ৪র্থ তলার ১০৮ নং রুম হতে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ (বান্দরবান গোয়েন্দা শাখা) আনোয়ার হোসেন বলেন, বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নির্দেশনায় সমগ্র বান্দরবান জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: