ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বান্দরবানে গলিত মরদেহ উদ্ধার

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzমোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি ঃ

বান্দরবান সদরের মেঘলা এলাকার মৃত্তিকা বিভাজন কেন্দ্রের কাছের একটি বাগান থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

পুলিশের সূত্রে জানা যায়, মেঘলা এলাকায় সকালে ওই বাগানের তত্ত্বাবধানকারী বাগান পরিচর্যার জন্য যায়। কাজের এক পর্যায়ে ঝোপের ভেতর একটি মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত মেঘলা পুলিশ ক্যাম্পে জানান। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশের একটি দল গলিত মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের পাঠায়।

বাগান মালিক সিংঅং প্রু জানান, তিনি দীর্ঘদিন বাগানে যাননি। মঙ্গলবার সকালে সেখানে গেলে তিনি পঁচা গন্ধ পান। পরে জঙ্গলের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি রফিক উল্লাহ বিডি২৪লাইভ.কম কে বলেন, লাশটিতে পচঁন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ মরদেহটি জঙ্গলে ফেলে দেয়। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: