রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি। সংগঠনটির কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’
এ নিয়ে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাত সংগঠনকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে।
২০০৩ সালে ১৫ মে শাহাদৎ-ই-আল-হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ, ২০০৬ সালে ২২ জানুয়ারি জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিজবুত তাহরী ও ২০১৫ সালের ১৫ মে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) নিষিদ্ধ ঘোষণা করা হয়।
পাঠকের মতামত: