ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

বদরখালী সমিতির সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইকবাল বদরীর জানাযায় শোহাকত মানুষের ঢল

এম.মনছুর আলম,চকরিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক ও সাবেক চেয়ারম্যান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম ইকবাল বদরীর জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শোকাহত মুসল্লীদের ঢল নামে। ২২ মার্চ (শুক্রবার) বিকাল ৩টায় বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বত্তোর মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি শাহজাজান চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি হাজী নুরুল আলম সিকদার, মরহুম একেএম ইকবাল বদরীর ছোট ভাই এস্তেফাজুর রহমান, মরহুমের পুত্র সায়েক।

এ সময় বক্তারা বলেন, মরহুম একেএম ইকবাল বদরী ছিলেন নির্লোভ, নিরহংকার ও এলাকার অবিসাংবাদিত নেতা। তাঁর মৃত্যুতে এলাকাবাসী সত্যিকারের একজন সমাজ হিতৈষী ও রাজনীতিককে হারিয়েছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশের মানুষের সেবায় জড়িত ছিলেন। দীর্ঘ ১ যুগের অধিক সময় ধরে বদরখালী ইউনিয়ন পরিষদ ও এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতিতে সম্পাদকের দায়িত্ব পালন করে মানুষের কাছে কুড়িয়েছেন সম্মান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০মিনিটের সময় তার নিজ বাসভবন বদরখালীতে হ্নদক্রিয়া বন্ধ হয়ে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ১ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান।

পাঠকের মতামত: