ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফের বরখাস্ত আরিফ-বুলবুল

arif-bulbulজাগোনিউজ :

উচ্চ আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কিছুক্ষণের মধ্যেই ফের বরখাস্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রোববার দুপুরে স্থানীয় সরকার বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাদের সাময়িক বরখাস্তের কথা জানায়। তারা দুজনই বিএনপি থেকে মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন।

সিলেট সিটির নির্বাচিত মেয়র আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

rrr

এছাড়া রাজশাহীর নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা বুলবুলের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হয় আদালতে। তাই তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর উচ্চ আদালতের নির্দেশে আরিফুল ও বুলবুল রোববার পুনরায় মেয়রের দায়িত্ব নিতে নিজ নিজ নগর ভবনে যান।

কিন্তু মেয়র কার্যালয়ে বসতে না বসতেই ফের সাময়িকভাবে বরখাস্ত হন তারা।

পাঠকের মতামত: