ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ফেনী থেকে ২ টি পিস্তলও শুটার গানসহ ২ জন গ্রেফতার

atokkচট্রগ্রাম প্রতিনিধি :::

ফেনী সদর মডেল থানা এলাকায় অভিযান করে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ানশুটার গান, ২ টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার ।

র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে ফেনী মডেল থানাধীন স্টার লাইন পাম্পের পিছনে দেবীপুর ট্রাংক রোডের মাথায় রাস্তার উপর কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র বহন করে ট্রাংক রোডের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ ৩০ অক্টোবর স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই স্থানে পোঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ নাজিম উদ্দিন @ শাকিল (২৬), পিতা-মোঃ নাছির মেম্বার, সাং-জোয়ার কাছার (পূর্ব পাড়া আরজু চেয়ারম্যানের বাড়ি), মোঃ আঃ রশিদ @ সুরুজ (২৮), পিতা-মৃত সোলায়মান, সাং-পূর্ব কাছাড় বৈদ্য বাড়ি, উভয় থানা-সদর, জেলা-ফেনীদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ এবং সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ানশুটারগান, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি (১২ বোর কার্তুজ ২টি, ৭.৬৫ এর বুলেট ৪ টি), ১ রাউন্ড খালি খোসা (৭.৬৫ মিমিঃ) উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফেনী জেলার সদর মডেল থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত: