ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

প্রেসক্লাবে সাংবাদিক সায়েদ জালালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ুুুুুসি এন ডেস্ক ::

বাংলাদেশ প্রতিদিন কক্সবাজার জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সদস্য সায়েদ জালাল উদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের ব্যুারো চীফ শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সভাপতি নুরুল ইসলাম হেলালী, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারন সম্পাদক শফি উল্লাহ শফি উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি এম ইব্রাহীম খলিল মামুন, কক্সবাজার সাহিত্য একাডেমীর সাধারন সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, মোহনা টিভি কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি আজাদ মনসুর, দৈনিক কক্সবাজারের জৈষ্ঠ্য প্রতিবেদক মনতোষ, কক্সবাজার আলো’র নির্বাহী সম্পাদক ও দৈনিক হিমছড়ির সিনিয়র রিপোর্টার ছৈয়দ আলম, দৈনিক আমাদের কক্সবাজার এর মফস্বল বার্তা সম্পাদক এমএ আজিজ রাসেল, দৈনিক আমাদের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, কক্সবাজার বানীর স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম সোহেলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাহফিলে সাংবাদিক জালালের সুস্থতা কামনা করে দেয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হক চকোরী। উল্লেখ্য, গত পহেলা এপ্রিল শুক্রবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করেন। প্রথমে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শুক্রবার দিবাগত রাত সোয়া বারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে রেফার করে। শনিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের আইসিউইতে সাংবাদিক জালালকে রাখা হয়। এরপরও অবস্থার কোন উন্নতি না হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার করে চিকিৎসক। বর্তমানে সাংবাদিক সায়েদ জালাল ঢাকা গ্রিণলাইফ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।

###########################

সাংবাদিক সায়েদ জালালের পাশে দাঁড়াবেন কি?

দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর কক্সবাজার প্রতিনিধি মেধাবী ও সকলের প্রিয় সাংবাদিক সায়েদ জালাল এখন শয্যাশায়ী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন গ্রীনলাইফ হাসপাতালে বিশেষঙ্গ চিকিৎসকের তত্বাবধানে আইসিইতে রয়েছেন। তবে তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। খুব শীঘ্রই তাকে অপারেশন করতে হবে। এ জন্য ব্যয় হবে প্রায় ১৫ লাখ টাকা। খুব দ্রুত এ টাকা সংগ্রহ করতে পারলে হয়তো তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে। কিন্তু এমনিতেই তার দৈনন্দিন চিকিৎসার ব্যয় বহন করা কঠিন তার ওপর এত বেশি অর্থ কিভাবে সংগ্রহ করবে এনিয়ে ভীষণ চিন্তিত তার পরিবার। জীবনের পড়ালেখা শেষ করে সাংবাদিকতায় এসে যিনি মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে গেছেন, আজ তার এ অবস্থায় তার সহকর্মীদের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। আমরা ইচ্ছে করলেই সায়েদ জালাল ভাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনায় এগিয়ে আসতে পারি। পহেলা এপ্রিল মস্তিস্কে রক্তক্ষরণ (ব্রেনস্টোক) হয় সাংবাদিক সায়েদ জালালের। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার অবশ্যই অপারেশ করাতে হবে কিন্তু তার শারিরিক দুর্বলতা ও টাকার জন্য অপারেশ করতে সমাস্যা হচ্ছে। প্রতিদিন ১১ ধরনের ওষুধ দিয়ে স্যালাইনের মাধ্যমে চলছে তার চিকিৎসা চালাতে গিয়ে ব্যয় হচ্ছে দিনে ৪০ হাজার টাকার ওপরে। কিন্তু এ অর্থও তার নেই। সহকর্মী ও কিছু বিত্তবানদের কিছু অংশ হস্তান্তর করেই প্রতিদিনের ওষুদের টাকা জোগান দেয়া হচ্ছে। কিন্তু তাও অল্পদিনেই ফুরিয়ে গেছে। এখন আর অপারেশন করার জন্য টাকা নেই। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারন সম্পাদক হাসানুর রশীদ জানিয়েছেন, খুব দ্রুত তাকে অপারেশন করা প্রয়োজন। এজন্য তার জন্য ১৫ লাখেরও বেশি টাকা লাগবে। তিনি বলেন, বিলম্ব করলে হয়তো তাকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু এত টাকার সংস্থান করা সামর্থ নেই সাংবাদিক সায়েদ জালালের পরিবারের। তিনি আরো জানান, বর্তমানে সায়েদ জালাল অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে থাকায় তার আয়ের পথও বন্ধ। যেখানে দিনের খাবার জোগার হয় না সেখানে কিভাবে হবে এই চিকিৎসার ব্যয়ভার বহন। ভাবতে ভাবতে শুধু হু হু করে কাঁদছেন তার পরিবার। এদিকে ৫ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার প্রেসক্লাবে অসুস্থতার কারণে তিনি ক্লাবে আসতে না পারলেও শহরের সাংবাদিকদের ঐক্য, সংগ্রাম এবং ঐতিহ্য মিলে কর্মরত সকল সাংবাদিকরা প্রিয় সহকর্মীর পাশে থাকতে সবাই হাতে তোলা নগদ অনুদান ও কল্যান হতবিল কমিটি গঠন করে সর্বস্তরের সাংবাদিক ও সমাজপতিদের কাছে সহযোগিতার উদ্দ্যোশ্যে ঐক্যমত হন। দোয়া মাহফিলে সিনিয়র সাংবাদিক এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপুকে আহবায়ক ও ইউনিয়নের সাধারন সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদকে সদস্য সচিব করে একটি কল্যান তহবিল সংগ্রহ কমিটি গঠন করা হয়। এজন্য প্রয়োজন সবার দোয়া এবং আর্থিক সাহায্য। সাংবাদিক সায়েদ জালালের চিকিৎসার জন্য সরকার, বিরোধী দল, মন্ত্রী, এমপি, সমাজের বিত্তবান ও সাংবাদিক মহলের প্রতি আহবান জানিয়েছেন। তহবিল কমিটির আহবায়ক ইকরাম চৌধুরী টিপু বলেন, একজন সাংবাদিককে বাঁচাতে হবে আমাদেরই। সবাই এগিয়ে আসুন।

পাঠকের মতামত: