ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

প্রেমিকাকে ঘুরতে নিয়ে ৬ বন্ধু মিলে ধর্ষণ

g-dorবিশেষ প্রতিনিধি :::
বাগেরহাট: ঈদে ঘুরে বেড়ানোর কথা বলে প্রেমিকাকে (২৩) ডেকে নেন প্রেমিক মুক্ত সরদার (২৫)। এরপর তাকে ঘুরতে নিয়ে যান ফাঁকা মৎস্য ঘেরে। সেখানে আটকে রেখে আরো পাঁচ বন্ধুকে নিয়ে রাতভর প্রেমিকাকে ধর্ষণ করেন মুক্ত।

মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ধর্ষণের সঙ্গে জড়িত কথিত প্রেমিক ওড়াবুনিয়া গ্রামের জিল্লু সরদারের ছেলে মুক্ত সরদারসহ (২৫) ছয়জনকে আটক করেছে।

আটক অন্যরা হলেন- একই গ্রামের জাহিদ শেখের ছেলে হাসান শেখ (২৫), ইসরাফিল শেখের ছেলে শেখ বেলায়েত হোসেন (২৬), রামপাল সদরের ইব্রাহিম শেখের ছেলে ইসমাইল শেখ (২৫), শাহজাহান শেখের ছেলে রাজু শেখ (২৫) ও  মাছের ঘের মালিক আব্দুল হামিদ (৫৮)।

রামপাল সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ডাবলু জানান, ওড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদারের সঙ্গে পেড়িখালি গ্রামের ওই মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে ঈদের দিন মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুক্ত মোবাইল ফোনে তাকে বেড়ানোর কথা বলে ডেকে নেন।

এরপর বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। পরে মুক্ত সরদার তাকে নিয়ে ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আব্দুল হামিদ শেখের মাছের ঘেরে যায়। সেখানে তাকে আটকে রেখে মুক্তসহ ছয়জন রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই ছয়জনকে আটক করে।

ভিক্টিম মেয়ে বাদী হয়ে রামপাল থানায় ওই ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

রামপাল থানার ওসি বেলায়েত হোসেন জানান, বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

পাঠকের মতামত: