ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপ, যুবক আটক

অনলাইন ডেস্ক ::image_177541_1

গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মোস্তফা কামাল (২২)।

তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

জানা গেছে, মুফতি হান্নানের সহযোগীকে ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানটি টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছালে এটিকে লক্ষ্য করে ওই যুবক কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা দুটি রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।

এদিকে, কী কারণে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

তিনি বলেন, ওই যুবক আসলে প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমার কিস্ফোরণ ঘটিয়েছে কিনা তাও দেখা হচ্ছে। ওই সময় তিন-চারটা বিস্ফোরণ ঘটে। সে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধরে ফেলে। স্থানীয়দের সহায়তায় ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।

পাঠকের মতামত: