ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পোকখালীতে এক স্কুল ছাত্রী অপহরণের ৮ দিন পরও উদ্ধার হয়নি

opohoron_1ঈদগাঁও প্রতিনিধি ::::

সদর উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামের মোক্তার আহমদের কন্যা ও পোকখালী আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী শিউলি জাহান বাপ্পি অপহরণের ৮দিন পরও উদ্ধার না হওয়ায় ঐ ছাত্রীর পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। গত ৫ জুন সকাল ১০টায় অপহরণের শিকার হয় বলে তার পিতা মোক্তার আহমদ এ প্রতিবেদককে জানান। এদিকে শিউলির পিতা মোক্তার আহমদ বাদী হয়ে ঘটনার পরদিন কক্সবাজার মডেল থানায় একই এলাকার নুরুল আজিমসহ ৬/৭জন ব্যক্তিকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। বর্তমানে অভিযোগটি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আহমদের নিকট তদন্তাধীন রয়েছে। ৮দিন পরও তার কন্যার খোঁজ খবর না পাওয়ায় অবশেষে বর্ণিত নুরুল আজিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। সূত্রে প্রকাশ, স্কুলে যাওয়া-আসার পথে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়ে আসলে শিউলি তা প্রত্যাখ্যান করায় নুরুল আজিমের নেতৃত্বে একদল অপহরণকারী তার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখেছে বলে তার দাবী। নুরুল আজিমের আত্মীয়-স্বজনকে আটক করলেই তার মেয়েকে উদ্ধার করা যাবে বলেও স্থানীয় সংবাদকর্মীদের কান্নাজড়িত কন্ঠে বলেন মোক্তার আহমদ।

 

পাঠকের মতামত: