ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পাহাড় কর্তনে বাধা দেয়ায় হুন্ডি ব্যবসায়ীর হামলায় আহত-৩

ahotপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও নির্দয় পিটিয়ে আহত করেছে এক হুন্ডি ব্যবসায়ীর নেতৃত্বে সন্ত্রাসীরা। পাহাড় সাবাড় করে মাটি বিক্রি করছিল একদল পাহাড় খেকোরা। স্থানীয়রা পাহাড় রক্ষায় এগিয়ে এসে মাটি কাটা কাজে বাধা দেয়। এর জের ধরে হুন্ডি ব্যবসায়ী ও তার অনুগত লোকজন ধারালো কিরিচ ও লাটি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাতটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নাজিরপাড়া এলাকায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন ওই এলাকার মৃত.আবুল হোসেনের ছেলে নুরুল কবির (৬২), তার ছেলে আবু ছালেক (২৪) ও মৃত.এজাহার হোসেনের ছেলে আজিম উদ্দিন (৪০)। এদের মধ্যে বৃদ্ধ নুরুল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ওইদিন সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরন করে। ঘটনার জের ধরে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় নুরুল ইসলাম, শাহাব উদ্দিন, জয়নাল আবেদিন, মহিউদ্দিন, আনোয়ার জাবের, পেকারু বেগম, আনোয়ারা বেগম জানায় নাজিরপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম একজন হুন্ডি ব্যবসায়ী। গত এক সপ্তাহ ধরে তার নেতৃত্বে নুরুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, জাইদুল হকের ছেলে এহসাননুর মুহাম্মদের ছেলে হামিদুর রহমানসহ ৬-৭জন মিলে বারবাকিয়া বনবিটের আওতাধীন নাজিরপাড়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কর্তন করে মাটি বিক্রি করছিল। দীর্ঘদিন ধরে যে স্থান কর্তন করছিল ওই স্থান দিয়ে নাজিরপাড়া এলাকার আমরাসহ অর্ধ শতাধিক পরিবার চলাচল করে থাকি। একমাত্র চলাচল পথ রুদ্ধ করে ওই চক্র পাহাড় সাবাড় করায় আমরা অস্থিত্ব সংকটে পড়েছি। ওইদিন সকালে শহিদুল ইসলাম ১০-১৫জন শ্রমিক দিয়ে পাহাড় কেটে গাড়ি যোগে মাটি পাচার করছিল। এ সময় নুরুল কবির ও তার ছেলে আবু ছালেক ও চাচা আজিম উদ্দিন বাধা দেয়। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদেরকে আহত করে।

পাঠকের মতামত: