ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পেকুয়া সংবাদদাতা:
পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী উপজেলা অা’লীগ সাধারণ সম্পাদক অাবুল কাশেমসহ ১২ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির অাহমদ।
বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র যাচাই বাচাই কার্যক্রম সম্পন্ন হয়।
বৈধ মনোনয়ন পত্রের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর অালম, জেলা অা’লীগ সদস্য এসএম গিয়াস উদ্দিন, ও উপজেলা অা’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাবুল শামা শামীম। বাতিল করা হয়েছে অামির অাশরাফ রুবেলের মনোনয়ন পত্র।
ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে সাজ্জাদুল ইসলাম, মেহেদী হাসান ফরায়েজী, মেহের অালী, মোঃ কায়সার ও অাজিজুল হকের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল করা হয়েছে নুর মুহাম্মদ ও নাসির উদ্দিনের মনোনয়ন পত্র।
ভাইস-চেয়ারম্যান মহিলা পদে উম্মে কুলসুম মিনু, হাসিনা বেগম ও নাসরিন ফারজানার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

পাঠকের মতামত: