ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার টইটংয়ে চোরাই বাইকসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজারের পেকুয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার টইটং বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল- আশরাফুল মুনতাহা (১৯) এবং মো. সোহেল রানা (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান। তিনি বলেন, গত মঙ্গলবার নগরীর বারইপাড়ার মোখলেসুর রহমানের বাড়ির শাহ আমানত ডেকোরেটার্স বিল্ডিংয়ের নিচতলায় পার্কিং অবস্থায় মোটরসাইকেলটি চুরি হয়। পরে ফরহাদ হোসেন বাদী হয়ে গত বুধবার একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে কক্সবাজারের পেকুয়া থানার টইটং বাজার থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকের মতামত: