ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক

hottaনিউজ ডেস্ক ::::

লক্ষ্মীপুরের রায়পুরে স্বামী আবু তাহেরকে (৫৫) গলা কেটে হত্যার দায়ে রাবেয়া খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত আবু তাহের রায়পুর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। ঘটনার তিন দিন পর শুক্রবার রাত ১১টার দিকে দক্ষিণ চরপাতা গ্রামের রেহান উদ্দিন জমাদার বাড়ির একটি সেফটিক ট্যাংক থেকে মৃতদেহ উদ্ধার করে।

গত বুধবার অভিযুক্ত রাবেয়াকে পুলিশ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে হত্যার রহস্য। তবে তদন্ত ও গ্রেফতারের স্বার্থে হত্যায় জড়িত অন্যদের নাম প্রকাশ করেনি পুলিশ। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পরকীয়ার জের ধরে দীর্ঘদিন থেকে রাবেয়া ও তাহেরের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রায় ১৭ বছর আগে রাবেয়ার সঙ্গে তাহেরের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান আছে।

পাঠকের মতামত: