ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নয় মাসে ক্রসফায়ারে নিহত ১০৭ জন

manobodhikarঅনলাইন ডেস্ক ::

২০১৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত হয়েছে ১০৭ জন। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এদের মধ্যে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হয়েছে ১৮ জন, পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে ৮৭ জন ও যৌথ বাহিনীর দ্বারা নিহত হয়েছে ২ জন। এছাড়া পুলিশ হেফাজত ও কারাবন্দী অবস্থায় বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ক্রস ফায়ারে নিহতের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা গভীর উদ্বেগের বিষয়। ক্রসফায়ারে নিহতের ঘটনা জনমনে বিরূপ প্রভাব ফেলে।
এক জন অপরাধীরও অধিকার আছে তার বিচার কার্য যেন দেশের আইন অনুযায়ী হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, ক্রস ফায়ারে নিহতের ঘটনা দেশ ও আন্তর্জাতিক পরিসরে সমালোচিত একটি বিষয় হয়ে দাড়িয়েছে। দেশের ভাবমূর্তি উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় সরকারের উচিৎ এখনই এ বিষয়ে দ্রুত কোন পদক্ষেপ নেয়া।

পাঠকের মতামত: