এম হাবিবুর রহমান রনি, নাইক্ষংছড়ি :: নাইক্ষ্যংছড়ি সদরের জারুলিয়াছড়ি পুলিশের চেকপোস্টে তল্লাসি করে ফের চোলামদ,১টি নোহা গাড়িসহ ৫ ব্যক্তিকে আটক করেছে।
শনিবার ( ৮ অাগষ্ট ) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের বৃত্তিতে এসআই মুফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তল্লাসি চালিয়ে বিপুল
পরিমাণ দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে ১টি নোহা গাড়িসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন পুুলিশ।
আটককৃতরা হলেন( ১)অাছাদুজ্জামান (৪২) পিতা শফিউজ্জামান চৌধুরী।,পাবনা জেলা সদরের, কক্সবাজার সদরের (২)ওমর ফারুক (২৯ ) পিতা শমশুল অালম, (৩)সাদ্দাম হেসেন( ১৯) পিতা গিয়াস উদ্দিন (৪)বাট্রু রাখাইন (৪৮) পিত ফোরটেন রাখাইন,(৫)লিটন বড়ুয়া( ৪১) পিতা বিমল বড়ুয়া।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি সাংবাদিকদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
পাঠকের মতামত: