ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত ঈদগাঁওর শিক্ষা প্রতিষ্ঠান : উৎফুল্ল শিক্ষার্থীরা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: আর একদিন পরেই আসছে নতুন বছর। নতুন বছর মানে শিক্ষার্থীদের নতুন শ্রেনী, নতুন বই। বছরের প্রথম কার্যদিবসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের মাধ্যমে সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে উৎসবমুখর পরিবেশে পালিত হবে বই উৎসব। এদিন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হবে।

এর ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থী দের হাতে বিনামূল্যে বই বিতরনের লক্ষ্যে বই উৎসব পালনে বিদ্যালয়ে নতুন পাঠ্যবই পৌঁছে গেছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অফিস সহকারী শামসুল আলম জানান,২০২৪ সালে নতুন বছরের বই বিদ্যালয় পৌঁছেছে। পহেলা জানুয়ারী উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

 

পাঠকের মতামত: