ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দিনে মাত্র দু’ঘণ্টা ঘুমিয়ে থাকে বন্য হাতিরা!

অনলাইন ডেস্ক ::hati

সাধারণত আফ্রিকার বন্য হাতিগুলো পৃথিবীর সব ধরনের স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবচেয়ে কম ঘুমিয়ে থাকে। বন্য পরিবেশে এই হাতিদের স্বাভাবিক ঘুমের প্যাটার্নটা ঠিক কীরকম, তা জানতে বিজ্ঞানীরা দুটি হাতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। এতে দেখা গেছে, চিড়িয়াখানাতে হাতিরা সচরাচর দিনে চার থেকে ছ-ঘন্টা ঘুমালেও তাদের স্বাভাবিক বন্য পরিবেশে তারা মাত্র দু ঘণ্টার মতো বিশ্রাম নেয়।

আর এই দুটি হাতি ছিল তাদের পালের নেত্রী- তারা কখনো কখনো দিনের পর দিন জেগে থেকেছে। সে সময় হাতির পাল লম্বা পথ পাড়ি দিয়েছে – সম্ভবত জঙ্গলের সিংহ বা চোরাশিকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তখন তারা দাঁড়িয়ে না-ঘুমিয়ে, পা-মুড়ে বসে ঘুমিয়েছে।

দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ম্যাঙ্গার, যিনি এই গবেষণায় যুক্ত ছিলেন, তিনি বলছেন এই কারণেই হাতির ঘুম আর সব প্রাণীর চেয়ে আলাদা। সব স্তন্যপায়ী প্রাণীর মধ্যে হাতিই সবচেয়ে কম ঘুমায় – আর তাদের বিশাল আকারের দেহের সঙ্গে এর একটা সম্পর্ক আছে। সূত্র: বিবিসি।

পাঠকের মতামত: