ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

তরুণীকে ধর্ষণ : গ্রেপ্তারকৃত দুই পুলিশ কর্মকর্তা রিমান্ডে

অনলাইন ডেস্ক ::

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকবাংলোতে দুই দিন আটকে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই পুলিশ কর্মকর্তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৭নং আদালতের বিচারক মোহাম্মদ গোলাম সারোয়ার এ  রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

পরে এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী জিপি নজরুল ইসলাম বাদশা গণমাধ্যমকে জানান, আসামি দুই পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করা হলে তাদের উভয়ের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মোহাম্মদ গোলাম সারোয়ার তাদের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গতকাল সোমবার রাতে অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা তরুণী। সেই মামলায় আজ মঙ্গলবার সকালে আসামিদের গ্রেপ্তার করা হয়। এরপরে বেলা ১টার দিকে তাদের আদালতের হাজির করা হয়।

পাঠকের মতামত: