ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ঢাকা কলেজ ছাড়লেন আবরারের ছোট ভাই

উখিয়া প্রতিনিধি :: কক্সবাজার জেলার সীমান্তবর্তী পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে বেসরকারি ফলাফলে এক ইউনিয়নে নৌকা প্রার্থীর পরাজয় হয়েছে।তবে বিপুল ভোটে জয় পেয়েছে দুটিতে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আবছার। তিনি পেয়েছেন ৪হাজার ৩২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮২৪ ভোট।

সোনাইছড়ি ইউনিয়নে ২ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ্যানিং মারমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাহান মার্মা পেয়েছেন ৮৫৬ভোট।

ঘুমধুম ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে একেএম জাহাঙ্গীর আজিজ মোট ৩৭৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩৩৯৮ ভোট। নৌকা ৩৪৭ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত: