ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত

pahar,,কক্সবাজার প্রতিনিধি :::
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানায় টেকনাফ থানার ওসি মো. মাঈন উদ্দিন।

নিহতরা হলেন পশ্চিম সাতঘরিয়া পাড়ার আমির হোসেন এর ছেলে মো. সলিম (৪৩) ও তার মেয়ে তিশা মনি (১০)।

ওসি মাঈন উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে টেকনাফের হোয়াইক্যংয়ে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ে পাদদেশে গড়ে তোলা একটি কাঁচা ঘর মাটি চাপা পড়ে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা বাবা ও মেয়ে মাটি চাপায় মারা যান। পরে স্থানীয়রা মাটি ভেতর থেকে তাদেরকে উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতদেহ দুটি স্থানীয় চেয়ারম্যান ও নিহতদের স্বজনদের পরামর্শ মতে দাফন ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ওসি মাঈন উদ্দিন।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান জানান, পাহাড় ধসে নিহত পরিবারকে নগদ ৪০ হাজার টাকা ও ২০ কেজি চাল সহায়তা দেয়া হবে।

পাঠকের মতামত: