ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চট্রগ্রামে এক তরুণীকে ছুরিকাঘাত করে আরেক তরুণীর আত্মহত্যা

চট্রগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রামে এক তরুণীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আরেক তরুণীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানায়, ছুরিকাঘাতে আহত অন্তরা বড়ুয়া (২৬) বালুছড়া এলাকার বাসিন্দা উত্তম বড়ুয়ার স্ত্রী। তাদের বাসায় ভাড়া থাকতেন লিজা নামের ওই তরুণী।

আহত অন্তরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন মেডিক্যাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

এ ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা যতটুকু জানতে পেরেছি লিজা দুপুরে অন্তরাদের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন। এর পর নিজের কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।’

ওসি জানান, পুলিশ ঝুলন্ত অবস্থায় লিজার লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তিনি বলেন, ‘অন্তরার অবস্থাও আশঙ্কাজনক। তার স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে ব্যস্ত আছেন। এজন্য কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটা জানতে পারিনি। লিজার পরিচয়ও জানা যায়নি। তবে তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে শুনেছি।’

পাঠকের মতামত: