ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে জবাই করে যুবক খুন

khunচট্টগ্রাম প্রতিনিধি ::::

চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার তামাকমুন্ডি লেইনে মো.নাজিম (২৩) নামে এক যুবককে জবাই করে খুন করা হয়েছে।  খুনের পর মরদেহ জনতা মার্কেট নামে একটি ভবনের তিনতলায় ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশের একটি টিম রোববার রাত ২টার দিকে ঘটনাস্থলে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার (এসি) আব্দুর রহীম বলেন, নাজিম মার্কেটের বিভিন্ন দোকানে কাজ করত বলে জানতে পেরেছি।  তবে সম্প্রতি সে বেকার হয়ে পড়েছিল।  তাকে কারা খুন করেছে এখনও জানতে পারিনি।

নাজিমকে গলায় ছুরিকাঘাতের মাধ্যমে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানান এসি রহীম। জনতা মার্কেটের তিনতলার একটি কক্ষে নাজিম ব্যাচেলর হিসেবে ভাড়া থাকত বলে জানিয়েছেন এসি রহীম।

পাঠকের মতামত: