ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ৭৭ দরিদ্র পরিবার ও প্রতিষ্টানের মাঝে নগদ সাড়ে ৪লাখ টাকা ও ১৫৩ বান টিন বিতরণ

wwwwwwএম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৭টি দরিদ্র পরিবার ও শিক্ষা প্রতিষ্টানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে নগদ সাড়ে ৪লাখ টাকা ও ১৫৩ বান টিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহসান উল্লাহ, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, এমপির সহকারি নাজিম উদ্দিন, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহসান উল্লাহ জানান, দরিদ্র পরিবার গুলোকে নগদ ৬হাজার টাকা ও দুই বান করে টিন দেয়া হয়। এছাড়াও অনুষ্টানে উপজেলার ক্ষতিগ্রস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও একইভাবে নগদ টাকা ও টিন বিতরণ করা হয়েছে। #

পাঠকের মতামত: