ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

জরুরি সভায় ইউএনও ফখরুল ইসলাম

চকরিয়ায় সম্ভাব্য বন্যাসহ দুর্যোগ মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
অবিরাম ভারী বৃষ্টিপাত ও উজান থেকে মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদে বন্যার আভাস পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় সম্ভাব্য বন্যার প্রার্দুভাব মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। এইজন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সবাইকে সজাগ থেকে দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে বন্যার কারণে জনগণ যাতে দুর্ভোগের কবলে না পড়ে সেইজন্য আগেভাগে উপকূলীয় অঞ্চলের স্লুইসগেট সমুহের জলকপাট খুলে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২ জুলাই) বিকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চকরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত জরুরি সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম।

চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ ফখরুল ইসলাম।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার এর সঞ্চালনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট, সাংবাদিক মনসুর মহসিন, সাংবাদিক এম জিয়াবুল হক, সাংবাদিক একেএম বেলাল উদ্দিন।

এছাড়াও সভায় এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, প্যানেল চেয়ারম্যান, ইউপি মেম্বার এবং দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি এবং করুনীয় নির্ধারণে সভার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন।

পাঠকের মতামত: