ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় তালা কেটে অভিনব কৌশলে ওষুধ কোম্পানীর ব্যবস্থাপকের মোটর সাইকেল চুরি

12144705_889534974455838_5989135785643671443_nএম.জিয়াবুল হক,চকরিয়া :::
চকরিয়া পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকার ভাড়া বাসার গেইটের গ্রীলের তালা কেটে অভিনব কৌশলে ওষুধ কোম্পানীর ব্যবস্থাপকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গণবসতি পুর্ণ এলাকায় এভাবে গ্রীলের তালা কেটে মোটর সাইকেল চুরির ঘটনায় ঘটনাস্থলসহ আশপাশ এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিরিবিলি আবাসিক এলাকার খায়রা টাওয়ারের নীচ তলার প্রধান ফটকে ঘটেছে এ ঘটনা। চুরির এ ঘটনায় মোটর সাইকেল মালিক দি ইবনে সিনা র্ফামা: লিমিটেডের এরিয়া ব্যবস্থাপক আবু রাশেদ মুহাম্মদ ফয়সল গতকাল চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগে মোটর সাইকেল মালিক আবু রাশেদ মুহাম্মদ ফয়সল জানান, তার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে। দি ইবনে সিনা র্ফামা: লিমিটেডের এরিয়া ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকার সুবাদে তিনি চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকার খায়রা টাওয়ারে থাকেন। ঘটনার দিন মঙ্গলবার (২৪ মে) রাত আনুমানিক ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরেন। প্রতিদিনের মতো কোম্পানীর দেয়া বাজাজ প্লাটিনা ১০০সিসি মডেলের মোটর সাইকেলটি (ঢাকা মেট্টো-হ-৪৯-০৮৬৪) বাসার নীচতলার সিঁিড় ঘরের ভেতরে রেখে বাইর থেকে গ্রীলে তালা লাগিয়ে দেন। পরে তিনি বাসায় ঢুকে ঘুমিয়ে পড়েন। তিনি জানান, রাত পৌনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে তিনি ও বাসার কেয়ারটেকার মমতাজ আহমদ নামাজ পড়তে যাচ্ছিলেন। ওইসময় সিঁিড়র নীচে দেখেন গ্রীলের তালা কেটে চোরের দল তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে গেছে। তাৎক্ষনিক বাসার মালিক ও পরিচিতজনদের সাথে নিয়ে আশপাশ এলাকায় ব্যাপক খোঁজাখুজি করেন। কিন্তু মোটর সাইকেলটির আর সন্ধান পাননি। ভুক্তভোগী আবু রাশেদ মুহাম্মদ ফয়সল জানান, বর্তমানে মোটর সাইকেলটি বাজার মুল্য প্রায় ১লাখ ৩৮হাজার টাকা।

পাঠকের মতামত: