বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলার তিনটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। উপজেলার চিরিংগা, লক্ষ্যারচর ও কাকারা ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সংগঠনের উপজেলা সভাপতি এএম আরিফুল ইসলাম চৌধুরী আরিফ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু গত ১৯ মে’১৬ইং তারিখে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তিন ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত উপজেলা ছাত্রলীগের সভাপতি এএম আরিফুল ইসলাম চৌধুরী আরিফ জানিয়েছেন, তিনটি ইউনিয়নে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও আরো শক্তিশালী করার নিমিত্তে বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়া কমিটি সমুহ বিলুপ্ত করা হলো। তবে তিনটি ইউনিয়নের নতুন কমিটি বা আহবায়ক কমিটির ব্যাপারে পরবর্তীতে সিদ্বান্ত নেওয়া হবে। #
পাঠকের মতামত: