ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার মাদক সম্রাট মহি উদ্দিন গ্রেপ্তার

atokচকরিয়া অফিস :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার আলোচিত মাদক স¤্রাট মহি উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সকাল ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ওয়াপদা রোডের একটি খাবারের হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের কসাইপাড়া এলাকার উমর আলীর পুত্র। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানা গেছে। তার মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন সময় মারধর করত বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, এলাকার সচেতন লোকজন তার অপকর্ম বন্ধের জন্য চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে একাধিক বার লিখিত অভিযোগ করেছেন। এদিকে তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন লোকজন মিষ্টি বিতরণ করেছেন। এদিকে তার মাদক সামাজ্যে বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ধৃত মহি উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: