চকরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে গতকাল ১০জুন মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে ১৫টি পদে ২৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ ১১জুন মনোনয়নপত্র জমাদানের শেষদিন। চকরিয়া পৌর শহরের চিরিংগা রূপালী শপিং কমপ্লেক্স ৩য় তলাস্থ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে চকরিয়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনায় সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টা জাকের উল্লাহ চকোরীর কাছ থেকে প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র স্বতস্ফূর্তভাবে সংগ্রহ করেন। এছাড়াও ১২জুন প্রার্থীদের যাছাই-বাছাই ও ১৩জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ধার্য্য রয়েছে। গত ২৬মার্চ’১৬ইং চকরিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম এর সম্মতি ও পরামর্শক্রমে ‘নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আগামী ২৫জুন’১৬ইং শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে যেসকল প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন, তারা হলেন; সভাপতি পদে মাহমুদুর রহমান মাহমুদ (সমকাল), এম জাহেদ চৌধুরী (পূর্বকোণ),এম আলী হোসেন (করতোয়া), সিনিয়র সহসভাপতি পদে এমএইচ আরমান চৌধুরী (ইত্তেফাক), জহিরুল ইসলাম (কর্ণফূলী/ চকরিয়া নিউজ ডটকম) ও রফিক আহমদ (নয়াদিগন্ত), সহসভাপতি পদে জহিরুল আলম সাগর (আমাদের কক্সবাজার) ও মো: জিয়া উদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক পদে এএম ওমর আলী (দিনকাল) ও ছোটন কান্তি নাথ (কালের কন্ঠ/আজাদী), সহসাধারণ সম্পাদক পদে এম রায়হান চৌধুরী (আমাদের অর্থনীতি) ও মুকুল কান্তি দাশ (আমাদের সময়), অর্থসম্পাদক পদে মো: আবদুল মজিদ দৈনিক হিমছড়ি/সূযোদয়) ও বেলাল উদ্দিন (ভোরের ডাক), দপ্তর সম্পদক পদে সাইফুল ইসলাম খোকন (সৈকত) ও এসএম হান্নান শাহ (আজকের দেশবিদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক পদে জামাল হোছাইন (সমূদ্রবার্তা/আজকালের খবর), কার্য্যকরী পরিষদ সদস্য ৬টি পদে যথাক্রমে; এম মনছুর আলম (সাঙ্গু/সাগরদেশ), আবদুল মতিন চৌধুরী (জনতা), শাহজালাল শাহেদ (সংগ্রাম), অলি উল্লাহ রণি (খবরপত্র), এম নুরুদ্দোজা জনি (দৈনন্দিন), আবুল হোসেন (আপনকন্ঠ), আবদুল করিম বিটু (দেশের কথা), জমির হোছাইন (কমার্সিয়াল টাইমস)। উল্লেখ্যযে, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে। চকরিয়া প্রেসক্লাবে হালনাগাদ ভোটার সংখ্যা ৩৫জন, তন্মধ্যে ৩২জন পুরুষ ও ৩জন নারী সদস্য রয়েছে। প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে চকরিয়া সহ পুরো জেলা জুড়ে সংবাদ মাধ্যম সহ সর্বত্রে ছড়িয়ে পড়েছে উৎসব আমেজ। এখন কাংখিত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৫জুন পযর্ন্ত।
পাঠকের মতামত: