নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: শাররীকভাবে অসুস্থতা বোধ করায় চেকআপসহ চিকিৎসা নিতে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী বর্তমানে ভারতের ছেন্নাইস্থ এ্যাপেলো হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ৩ আগস্ট রোববার বিকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন। এদিন রাতে তিনি ছেন্নাইস্থ এ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে তিনি বিশেযঞ্জ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ভারতে চিকিৎসা নিতে যাওয়ার আগে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয় থেকে ছুটি নিয়েছেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
এদিকে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী দ্রুতসময়ে শাররীক সুস্থতা কামনা করে তাঁর জন্য চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও আওয়ামীলীগ সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী এবং সমর্থক শুভানুধায়ী সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন।
পাঠকের মতামত: