ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক. চকরিয়া :: আগামী ২১ সেপ্টেম্বর বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চকরিয়া থানা সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

নবগঠিত চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবীদ ও আওয়ামীলীগ নেতা জোবাইর হোছাইন বিএসসি, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আ’লীগ নেতা পরিমল বড়ুয়া, মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ঠান হাসপাতলের সহকারী প্রশাসক জোষেফ অমূল্য রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কমিটির ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, খুটাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল আজাদ, ডুলাহাজারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমির উদ্দিন বুলবুল, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছমিউদ্দিন, ঢেমুশিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএমচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক খোকন, সদস্য মিজান মেম্বার, সাহারবিল ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন শাখার সভাপতি সাইকুল ইসলাম ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজল প্রমুখ।

পাঠকের মতামত: