ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

খোকন, আব্বাস, ফখরুলদের ওপর হামলায় ৪ ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ : ঢাকার রমনা, ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানার ওসি ও নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া গাইবান্ধার ডিসি ও ফরিদপুরের এডিসিকেও প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার তাদের প্রত্যাহারের নির্দেশনা সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

জানা যায়, বিএনপি প্রার্থীর মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় প্রার্থীদের নিরাপত্তা দেয়ায় ব্যর্থতার পরিচয় দেন রমনা থানার ওসি।

মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গুলির ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ীর ওসি, বাবা প্রার্থী হওয়ায় ফরিদপুরের এডিসি ও তরিৎকর্মা না হওয়ায় গাইবান্ধার ডিসিকে প্রত্যাহার করা হয়।
-পরিবর্তন

পাঠকের মতামত: