ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কালারমারছড়ায় তেলের ড্রাম বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

শাহেদ মিজান, কক্সবাজার ::  মহেশখালী উপজেলা কালারমারছড়ার বাজারে তেলের ড্রাম বিস্ফোরণে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে আইয়ুব আলী (২৬) নামের এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিস্ত্রি স্থানীয় ফকিরজোম পাড়ার মৃত তালেব আলীর পুত্র। সত্যতা নিশ্চিত করেছেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তারেক বিন ওসমান শরীফ জানান, নিজের ওয়ার্কশপে একটি খালি তেলে বড় ড্রামের ছিদ্র ওয়েলডিং করছিলেন মিস্ত্রি আইয়ুব আলী। এক পর্যায়ে এটি আকস্মিক ড্রামটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মারাত্মক আঘাত পেয়ে মৃত্যু বরণ করেন মিস্ত্রি আইয়ুব আলী। মূলত ড্রামটির মুখ ঢাকা থাকায় এটি বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: