ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২৯১১, মৃত্যু ৩৭

নিউজ ডেস্ক ::  করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭  জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭০৯ । এছাড়া  সর্বোচ্চ আরও  ২ হাজার ৯১১ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন। এটি ২৪ ঘণ্টার সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।  এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জন। গত  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন  ১১ হাজার ১২০ জন।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য  অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বানসহ পুষ্টিকর খাবার গ্রহণের আহ্বান জানান তিনি। একই সাথে যারা করোনার এই মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদও জানান তিনি।

পাঠকের মতামত: