ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে এতিমদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

a1বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্্সবাজার জেলা শাখার উদ্যোগে ২২ জুন স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতারপূর্ব সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, মাহে রামাদান বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ রহমত স্বরুপ। এই মাসে বেশি বেশি ইবাদত ও ভাল কাজের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ রয়েছে। কুরআন নাযিলের মাস হিসেবে প্রতিটি মুমিনের উচিত কুরআনী সমাজ প্রতিষ্ঠায় এ মাসকে সর্বোত্তম ব্যবহার করা। অশান্ত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা আনয়নে মহাগ্রন্থ আল কুরআনের অনুসরণ, অনকুরণ ও অনুশীলনের কোন বিকল্প নেই। তাই কুরআনের শিক্ষার আলোকে জামায়াতে ইসলামী অন্যান্য সামাজিক কাজের পাশাপাশি দায়বদ্ধতা থেকেই এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করেছে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় এই এতিম বান্দাগুলোর পাশে দাঁড়িয়ে একটু ভালবাসার পরশ ছড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটানো। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ওয়ালিউল্লাহ, মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমূখ।

পাঠকের মতামত: