ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৫১ জন (নাম্বার সহ)

নিউজ ডেস্ক :: ২০১৮ সালের কক্সবাজার জেলার সহ সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য অংশ গ্রহনকারীদের চুরান্ত লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবছর পরীক্ষায় ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন অংশ নিয়েছিলেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। এর মধ্যে কক্সবাজার জেলা থেকে উত্তীর্ণ হয়েছে ৮৫১ জন।

এছাড়া সারাদেশে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।

তাদের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তীর্ণদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

কক্সবাজার জেলা থেকে উত্তীর্ণদের তালিকা নিম্নে দেয়া হলো———

পাঠকের মতামত: