নিউজ ডেস্ক ::
অবশেষে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের টাকায় কমিশন বাণিজ্যের অন্যতম হোতা খোরশেদ আলমসহ ৪ দালালকে আটক করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
অন্যান্য দালালরা হলো- মোঃ ইব্রাহিম, লকিয়ত উল্লাহ ও আব্দুল কাইয়ুম।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা জজ ভবন সংলগ্ন এলএ অফিস থেকে তাদেরকে আটক করা হয়।
সেখান থেকে তাদেরকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় রিপোর্ট লেখাকালে আটক ৪ দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। অভিযান কালে আরো তিন দালাল পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পাঠকের মতামত: